পোশাকের মতো সারা বছর ধরেই সানগ্লাসের ফ্যাশনেও রকমারি ট্রেন্ড দেখা যায়। কারও ওজনে হালকা, পাতলা ফ্রেম ও রঙিন শেডের সানগ্লাসের প্রতিই আগ্রহ বেশি। অনেকে আবার কালো কিংবা বাদামি শেডই বেশি পছন্দ করেন। তবে রোদচশমা কেনার সময় কেবল ফ্যাশনের কথা ভাবলে চলবে না, চোখের সুরক্ষার কথাও ভাবতে হবে অবশ্যই। সূর্যের অতিবেগনি রশ্মির হাত থেকে নির্গত ব্লু রে থেকে চোখকে বাঁচানোর জন্য সানগ্লাস ব্যবহার করতে হয়।
ব্লু রে কর্নিয়ার বেশ ক্ষতি করে। তাই দীর্ঘ দিন যাঁরা খালি চোখে রোদে অনেক ক্ষণ কাজ করেন, তাঁদের দ্রুত ছানি পড়ার সম্ভাবনা বাড়ে। রোদে বেরোলেই কেবল এই চশমা পরা হয়, তাই দাম দিয়ে নামী সংস্থার সানগ্লাস কেনার মানসিকতা অনেকেরই নেই। অনেকেই পোশাকের সঙ্গে মিলিয়ে পরার জন্য হরেক কায়দার সানগ্লাস কেনেন তাদের গুণগত মানের বিচার না করেই। এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। সানগ্লাস কেনার সময় কোন কোন বিষয় মাথায় রাখা জরুরি? ১) কম দামি সানগ্লাসের মান মোটেই ভাল হয় না। অধিকাংশ সময়ে ‘স্মুদ সারফেসড গ্লাস’ ব্যবহার করা হয় না।