বাংলাদেশে ডিমেনশিয়ার সামাজিক প্রভাব

জাগো নিউজ ২৪ ড. মতিউর রহমান প্রকাশিত: ১৯ জুলাই ২০২৩, ১৪:০৭

ডিমেনশিয়া কোনো মানসিক রোগ নয়। এটি মস্তিষ্কের একটি রোগ। ডিমেনশিয়া হল এমন একটি সিনড্রোম যেখানে স্মৃতিশক্তি, চিন্তাভাবনা, আচরণ এবং দৈনন্দিন কাজকর্ম করার ক্ষমতার অবনতি ঘটে। কিন্তু পর্যাপ্ত জ্ঞানের অভাবে এ রোগ নিয়ে মানুষের মধ্যে রয়েছে নানা কুসংস্কার ও ভ্রান্ত ধারণা। এগুলো দূর করতে সরকারি ও বেসরকারিভাবে যথাযথ উদ্যোগ দরকার। বিশেষজ্ঞদের মতে, নারী-পুরুষ নির্বিশেষে বয়স্ক ব্যক্তিরাই সাধারণত ডিমেনশিয়ায় আক্রান্ত হন। তবে এটি বার্ধক্যের একটি স্বাভাবিক অংশ নয়। বয়স একটি উল্লেখযোগ্য ঝুঁকির কারণ হলেও, নির্দিষ্ট জেনেটিক বা বংশগত কারণে অল্প বয়স্ক ব্যক্তিদের মধ্যেও ডিমেনশিয়া হতে পারে।


যদিও বেশিরভাগ ধরনের ডিমেনশিয়ার জন্য বর্তমানে তেমন কার্যকর কোনো প্রতিকার নেই, সেখানে লক্ষণগুলি বুঝতে, রোগের অগ্রগতি ধীর করতে এবং ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের জীবনযাত্রার মান বজায় রাখতে যত্ন নেয়া এবং চিকিৎসার সুযোগ-সুবিধা উপলব্ধি করতে হবে। এর মধ্যে ঔষধ, জ্ঞানীয় উদ্দীপনা, জীবনযাত্রার পরিবর্তন, এবং ব্যক্তি এবং তাদের পরিবারের নির্দিষ্ট চাহিদা পূরণের জন্য সহায়তা পরিষেবা অন্তর্ভুক্ত থাকতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us