কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন বেশ ঢাকঢোল পিটিয়ে নিবন্ধনের জন্য নতুন রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন আহ্বান করেছিল। তাদের উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে ৯৩টি দল আবেদন করেছিল। কিন্তু দিন শেষে দেখা গেল, দুটি ছাড়া আর কোনো দল নিবন্ধনের যোগ্যতা লাভ করেনি।
যে দুই দল নিবন্ধনের দুর্লভ গৌরব অর্জন করেছে, তারা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। দুটি দলের নামের সঙ্গে বিএনপির নামের মিল আছে।
এর আগে আরও দুটি দল ইসির নিবন্ধন পেয়েছিল। তাদের আর কোনো যোগ্যতা না থাকলেও নেতারা একসময় বিএনপি করতেন। কথায় আছে, নামে নামে যমে টানে। এখান দেখা গেল, নামে নামে নিবন্ধনে টানে।