You have reached your daily news limit

Please log in to continue


চীনে চিপ বিক্রির দাবি ব্লিংকেনকে জানালেন মার্কিন নির্মাতারা

চীন বিষয়ক নীতিমালা নিয়ে আলোচনার উদ্দেশ্যে সংশ্লিষ্ট দুই মার্কিন মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বিভিন্ন চিপ নির্মাতা কোম্পানির প্রধান নির্বাহীরা।

যুক্তরাষ্ট্রের ‘স্টেট ডিপার্টমেন্ট’ ও অন্যান্য সূত্র সোমবারের বৈঠক নিয়ে বলছে, এতে শীর্ষ সেমিকন্ডাক্টর উৎপাদকরা চীনের ওপর দেওয়া নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানিয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চীন সফর থেকে ফেরার পরপরই তিনি এই খাত ও এর সরবরাহ চেইন নিয়ে বিভিন্ন শীর্ষ চিপ নির্মাতা কোম্পানির প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকে আলোচনা করেছেন বলে রয়টার্সকে জানিয়েছেন মার্কিন স্টেট ডিপাপর্টমেন্টের এক মুখপাত্র।

ইনটেল, কোয়ালকম ও এনভিডিয়ার মতো শীর্ষ চিপ নির্মাতা কোম্পানিগুলোর সঙ্গে এই বৈঠকে মার্কিন বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্ডো, যুক্তরাষ্ট্রের জাতীয় অর্থনৈতিক কাউন্সিল পরিচালক লায়েল ব্রেইনার্ড ও জাতীয় নিরাপত্তা কাউন্সিল পরিচালক জেক সালিভান উপস্থিত ছিলেন বলে জানিয়েছে বৈঠক সংশ্লিষ্ট এক সূত্র।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন