জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): চাকরি স্থায়ী করার দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা। মঙ্গলবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।
এ প্রতিবেদন লেখা প্রর্যন্ত কর্মসূচি চলমান আছে। এর আগে সোমবার (১৭ জুলাই) সকাল ৯টায় এ অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। মঙ্গলবার সকালে নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে দেখা যায়, কাঁথা-বালিশ বিছিয়ে ভবনের প্রধান ফটকের সামনে শুয়ে আছেন কর্মচারীরা। সারা রাত তারা সেখানেই অবস্থান করেছেন বলে জানান। অবস্থানরত কর্মচারীদের দাবি, তাদের চাকরি স্থায়ী হবে।