সরকার দেশকে বসবাসের অযোগ্য করে ফেলেছে: কর্নেল অলি

সমকাল প্রকাশিত: ১৮ জুলাই ২০২৩, ১৫:০১

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বলেছেন, ‘বর্তমান সরকার ১৫ বছর ধরে অবৈধভাবে নিশিরাতের ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করে আছে। যার কারণে জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই। তাদের অব্যবস্থা ও দুর্নীতির কারণে মানুষ চরম বেকায়দায় আছে। সমাজে দুর্নীতি, অরাজকতা, অত্যাচার রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। দেশকে বসবাসের অযোগ্য করে ফেলেছে।’


মঙ্গলবার রাজধানীর পূর্ব পান্থপথস্থ এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এলডিপি আয়োজিত পদযাত্রা শুরুর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।


কর্নেল অলি আরও বলেন, ‘গতকাল বনানীতে আওয়ামী সন্ত্রাসীরা হিরো আলমের ওপর যেভাবে নির্যাতন-নিপীড়ন করেছে তাতে মনে হয় তারা উন্মাদ হয়ে গেছে। তাদের কাছে ন্যায় বিচার, সমান আচরণ ও সুষ্ঠু ভোট আশা করা যায় না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us