ফুটবলের দুই মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। দু’জনেই ইউরোপিয়ান ফুটবলকে বিদায় দিয়েছেন। রোনালদো বেছে নিয়েছেন সৌদি লিগ, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার বেছে নিয়েছেন কাতার বিশ্বকাপ জয়ী মেসি। তাতে আলোচনা-সমালোচনা থাকলেও রোনালদো কিন্তু নিজের সৌদি লিগকেই তুলনায় সেরা বলে রায় দিয়েছেন। তার মতে, মেসির মেজর লিগ সকার থেকেও ভালো সৌদি লিগ!
রোনালদো গত ডিসেম্বরে সবাইকে অবাক করে দিয়ে আড়াই বছরের চুক্তিতে আল নাসরে নাম লিখিয়েছেন। তার সিদ্ধান্ত শুরুতে বিস্ময়ের জন্ম দিলেও এখন তারই পদাঙ্ক অনুসরণ করছেন বাকিরা। রিয়াল মাদ্রিদ থেকে এরই মধ্যে করিম বেনজেমা আল ইত্তিহাদে যোগ দিয়েছেন। চেলসি থেকে একই ক্লাব চলে এসেছেন এনগোলো কন্তেও। তাতে তাঁরার হাট হয়ে উঠেছে সৌদি আরব। রোনালদোও মনে করেন, সৌদিতে বাকি খেলোয়াড়দের আসার পথটা উন্মুক্ত করেছেন তিনি, ‘সৌদি লিগ মেজর লিগ সকার থেকেও ভালো। এখন বাকি খেলোয়াড়রাও এখানে আসছে। এক বছরে আরও শীর্ষ খেলোয়াড়রা সৌদি আরবে আসবে।’