You have reached your daily news limit

Please log in to continue


রপ্তানি আয়ের ৯২ শতাংশই পাঁচ পণ্যে

রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার কোনো চেষ্টাই যেন কাজে আসছে না। সরকারের পক্ষ থেকে দেওয়া নগদ সহায়তা এবং উদ্যোক্তাদের নানা উদ্যোগের পরও অবস্থার পরিবর্তন ঘটছে না। বরং রপ্তানি আয়ে গুটি কয়েক পণ্যের ওপর নির্ভরতা বেড়েই চলেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সদ্য সমাপ্ত ২০২২-২৩ অর্থবছর পাঁচটি পণ্য থেকে এসেছে মোট রপ্তানি আয়ের ৯১ দশমিক ৯১ শতাংশ। পণ্যগুলো হচ্ছে– তৈরি পোশাক, হোম টেক্সটাইল, কৃষিজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য এবং চামড়া ও চামড়াজাত পণ্য। গত ২০২১-২২ অর্থবছরে এ পাঁচটি পণ্য থেকে এসেছিল ৯১ দশমিক ৭২ শতাংশ রপ্তানি আয়।

গবেষণা সংস্থা সানেমের নির্বাহী পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সেলিম রায়হান মনে করেন, রপ্তানিনীতি ও কাঠামোগত নানা সমস্যার কারণে পণ্য রপ্তানি বছর বছর আরও কেন্দ্রীভূত হচ্ছে। এ প্রসঙ্গে একটি উদাহরণ দিয়ে তিনি বলেন, বন্ডেড ওয়্যারহাউসের সুবিধা রপ্তানি খাতের সব পণ্যের জন্য উন্মুক্ত। বাস্তবে তৈরি পোশাক ছাড়া অন্য কোনো খাত এ সুবিধা নিতে পারে না। কারণ, এতসব কাগজপত্র চাওয়া হয় যে, অন্য খাতের অনেক উদ্যোক্তার পক্ষে সেগুলো দেওয়া সম্ভব হয় না। তিনি বলেন, পণ্যে বৈচিত্র্য চাইলে পণ্যভিত্তিক পরিকল্পনা নিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন