করোনাকালের মতো বিশ্বে আবারও পিছিয়েছে শিশুদের টিকাদান প্রক্রিয়া: জাতিসংঘ

চ্যানেল আই প্রকাশিত: ১৮ জুলাই ২০২৩, ০৯:৫৮

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এর নতুন পরিসংখ্যান অনুসারে, কোভিড-১৯ মহামারী পর বিশ্বব্যাপী শিশুদের হাম এবং ডিপথেরিয়ার মতো মারাত্মক রোগের টিকাদানের প্রক্রিয়া পিছিয়ে পড়েছিল, যা ২০২২ সালে আবার পিছিয়ে যাওয়া শুরু হয়েছে।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


মঙ্গলবার (১৮ জুলাই) ডব্লিউএইচও এবং ইউনিসেফের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এই টিকাদানের প্রক্রিয়া আবার থেমে গেছে। কারণ, ভারত এবং ইন্দোনেশিয়ার মতো বৃহৎ নিম্ন-মধ্যম আয়ের দেশগুলো বিভিন্ন শক্তিশালী দেশের চাপে পড়ে এই টিকাদান কর্মসূচিগুলোতে মনোনিবেশ করতে পারছে না।


২০২২ সালে ২০ দশমিক ৫ মিলিয়ন শিশু তাদের শৈশবের প্রয়োজনীয় ভ্যাকসিন দেয়নি। তবে ২০২১ সালে এই পরিসংখ্যান আরও বেশি ছিল, সেই বছর ২৪ দশমিক ৪ মিলিয়ন শিশু তাদের ভ্যাকসিন দেয়নি। ২০১৯ সালে ১৮ দশমিক ৪ মিলিয়ন শিশু তাদের টিকা থেকে বঞ্চিত ছিল। তিনটি টিকা ডোজ ডিপথেরিয়া, টিটেনাস এবং পেরটুসিস (হুপিং কাশি) এর উপর ভিত্তি করে ১৮৩টি দেশের পরিসংখ্যানটি করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us