You have reached your daily news limit

Please log in to continue


নির্বাচন বানচাল করবে এমন কোনো শক্তি নেই: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচন বানচাল করবে এমন কোনো শক্তি নেই। শেখ হাসিনার অধীনে সংবিধানের আলোকে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের সকল অর্জনকে ধরে রাখতে হবে। জনগণের সরকার ও উন্নয়নের সরকারকে আবারও ক্ষমতায় আসতে হবে।’চট্টগ্রাম জেলা প্রশাসনের ২৩ সালে ২৩ লাখ চারা লাগানোর কর্মসূচির অংশ হিসেবে রাউজানে পাঁচ লাখ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোমবার দুপুরে রাউজান সরকারি কলেজ মাঠে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এমপি’র তত্বাবধানে সহযোগিতায় এসব চারা রোপণ করা হবে।আবার জ্বালাও-পোড়াও চালালে বিএনপিকে চরম মূল্য দিতে হবে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, ‘টানা ৯০ দিন হরতাল করেছিল বিএনপি। এখন ভয় দেখাচ্ছে, আবার হরতাল করবে। হরতালের নামে জ্বালাও-পোড়াও করলে বিএনপিকে চরম মূল্য দিতে হবে।’উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন