চীনের শহরাঞ্চলে ১৬ থেকে ২৪ বছর বয়সী যুবকদের মধ্যে বেকারত্বের হার গত মাসে (জুন) ২১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে যুবকদের বেকারত্বে নতুন রেকর্ড গড়েছে দেশটি।
সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সোমবার (১৭ জুলাই) জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত তথ্য অনুসারে, বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের অর্থনীতি ৬ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যদিও এটি বিশ্লেষকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি।
বিনিয়োগ সংস্থা ভ্যানগার্ডের এশিয়া প্যাসিফিক জোনের প্রধান অর্থনীতিবিদ কিয়ান ওয়াং বিবিসিকে বলেছেন, চীনের পণ্য খুচরা বিক্রয় ও আবাসন বিনিয়োগে হতাশা বিশেষভাবে স্পষ্ট।