You have reached your daily news limit

Please log in to continue


রোগী আরও বাড়লে সংকটে পড়ার শঙ্কায় স্বাস্থ্য অধিদফতর

ডেঙ্গু রোগী আরও বৃদ্ধি পেলে সংকটে পড়তে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম। রবিবার (১৬ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই আশঙ্কার কথা জানান।

ডা. খুরশীদ আলম বলেন, ‘ঢাকায় সবচেয়ে বেশি রোগী ভর্তি আছেন মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। তারপরে আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল এবং শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে। মুগদা হাসপাতালে শয্যা সংখ্যা ৫০০, কিন্তু সেখানে রোগী ভর্তি আছেন ৬০০। তাহলে বুঝতেই পারছেন বাকি রোগীরা কীভাবে আছেন! আমরা অতিরিক্ত কিছু শয্যার ব্যবস্থা সেখানে করেছি। সেই অনুযায়ী যথাসাধ্য চেষ্টা করছি চিকিৎসা দিতে।’

তিনি আরও বলেন, ‘মুগদা হাসপাতালের আশেপাশের জোনগুলো যেমন- শনির আখড়া, যাত্রাবাড়ী, সবুজবাগ, কদমতলী, বাসাবো, মুগদা থেকে শুরু করে রামপুরা পর্যন্ত পুরো এলাকাতেই রোগীর সংখ্যা বেশি। তারা মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য স্বাচ্ছন্দ্যবোধ করছেন। আমরা চেষ্টা করেছিলাম— সেখান থেকে রোগী অন্য খানে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু রোগীরা রাজি হননি। তারা তাদের বাড়ির এলাকার মধ্যে থাকতে চান। আমাদের অন্যান্য হাসপাতালে শয্যা সংখ্যা খালি ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি— শয্যা সংখ্যা ধীরে ধীরে ভরে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে, উদ্বেগজনকভাবে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। আমরা চিকিৎসা দিচ্ছি, দেবো, কিন্তু যদি রোগীর সংখ্যা বাড়তেই থাকে, তাহলে সংকটে পড়বো। এখনও পর্যন্ত আমাদের কোনও সংকট নাই।’   

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন