কারাবন্দি হয়েছিল বাংলাদেশের গণতন্ত্র

জাগো নিউজ ২৪ তাপস হালদার প্রকাশিত: ১৬ জুলাই ২০২৩, ১৫:১২

১৬ জুলাই, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে কালো দিন। ১/১১ সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রকে হত্যা করতে গণতন্ত্রের মানস কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে মিথ্যা মামলায় গ্রেফতার করে। অথচ এই সরকার ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগের বদান্যতায়। ক্ষমতার নেশায় মত্ত বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি-জামায়াত জোট সরকার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নিজেদের লোক বসাতে সংবিধান সংশোধন করে বিচারপতিদের বয়স দুই বছর বাড়িয়েছিল।


বিতর্কিত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ছাত্রদলের ক্যাডারদের সারা দেশে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়। এবং তৈরি করা হয় ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার। এই সব অপকর্মের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের আন্দোলনের মুখে প্রথমে বিচারপতি এম এ হাসানকে তত্ত্বাবধায়ক সরকারে প্রধান হতে বিব্রত বোধ করলে পরবর্তীতে উপায়ান্তর না পেয়ে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন আহমদকে প্রধান করে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয় এবং সে সরকার ২০০৭ সালের ২২ জানুয়ারি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us