ফ্রান্সে দুই দিনের সফর শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল শনিবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে পৌঁছেছেন। মোদির এই সফরকে সামনে রেখে দুবাইয়ের বুর্জ খলিফায় বিশেষ আলোকসজ্জা করা হয়েছিল। বুর্জ খলিফা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন।
বার্তা সংস্থা এএনআই টুইটারে একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে দেখা গেছে, বুর্জ খলিফার বাইরের দেয়ালে বিভিন্ন রঙের আলোর মাধ্যমে ভারতের পতাকাকে ফুটিয়ে তোলা হয়। পরে প্রধানমন্ত্রী মোদির মুখও সেখানে বর্ণিল আলোর সাহায্যে ফুটিয়ে তোলা হয়। এ ছাড়া লেখা ছিল, ‘ওয়েলকাম অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি’ (স্বাগত মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি)।