সিলেটে জামায়াতে ইসলামীর সমাবেশ থেকে নাশকতা হতে পারে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তাই দলটিকে আজ শনিবার সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। অনুমতি ছাড়া সমাবেশ করার চেষ্টা করা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
তবে সিলেট মহানগর জামায়াতের নেতারা বলছেন, তাঁদের শান্তিপূর্ণ সমাবেশ করতে অনুমতির পাশাপাশি এসএমপি সহযোগিতাও করবে। তাঁরা সমাবেশের সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। কর্মসূচি সফল করতে নেতা-কর্মীরা গতকাল শুক্রবার জুমার নামাজের পর নগরের বিভিন্ন মসজিদের মুসল্লিদের মধ্যে ১০ দফা দাবিসংবলিত লিফলেট বিতরণ করেছেন।