কয়েক বছর ধরেই উপমহাদেশে জনপ্রিয় হয়ে উঠেছে কোরিয়ান সংস্কৃতি। কোরিয়ান সিনেমা, সিরিজ, কে-পপ গান দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন দেশটির তারকারা। কোরিয়ান অভিনয়শিল্পীরা যেমন জায়গা করে নিয়েছেন মানুষের মনে, তেমনই রান্নাঘরে জায়গা করে নিয়েছে কোরিয়ান রেসিপি। বলিউড তারকা জাহ্নবী কাপুরও এর বাইরে নন।
কোরিয়ান রান্নার সঙ্গে জাহ্নবীর পরিচয় করোনাকালে। সবাই যখন ঘরবন্দী, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে রান্নার রেসিপি দেখতে শুরু করেন জাহ্নবী। সেখানেই খোঁজ পান বিখ্যাত কোরিয়ান নুডলস ‘গচুজ্যাং’-এর। সেই থেকে তাঁর পছন্দের খাবারের তালিকায় উঠে যায় এই কোরিয়ান ইনস্ট্যান্ট নুডলস। যদিও নিজেকে ফিট রাখার লড়াইয়ে চাইলেও নিয়মিত প্রিয় খাবার খাওয়ার সুযোগ হয় না, কিন্তু ‘চিট ডে’ পেলেই জাহ্নবীর প্রথম পছন্দ গচুজ্যাং নুডলস।