You have reached your daily news limit

Please log in to continue


রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর থাবা

কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ডেঙ্গু সংক্রমণ বেড়েই চলেছে। ছড়িয়ে পড়ছে জেলা সদর ও উপজেলায়ও। চলতি বছরের জানুয়ারি থেকে ১১ জুলাই পর্যন্ত কক্সবাজারে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে দুই হাজার ১৩৪ জন। এর মাঝে রোহিঙ্গার জনগোষ্ঠীর সংখ্যা এক হাজার ৯৫৮ জন। শতকরা হিসাবে এ পর্যন্ত মোট আক্রান্তের প্রায় ৯২ ভাগ।

এ ছয় মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে চার রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এরপরও ডেঙ্গুর প্রকোপ গত বছরের তুলনায় নিম্নমুখী বলে দাবি কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে ১১ জুলাই পর্যন্ত উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দুই হাজার সাতজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে এক হাজার ৯০৫ জন রোহিঙ্গা ও ১০২ জন ক্যাম্প সংলগ্ন স্থানীয় বাসিন্দা। এর বাইরে কক্সবাজার সদর হাসপাতালসহ আটটি স্বাস্থ্যকেন্দ্রে ১২৭ ডেঙ্গু রোগী পাওয়া যায়। তাদের মধ্যে স্থানীয় ৭৪ এবং ৫৩ জন রোহিঙ্গা। ঘনবসতি ও অপরিচ্ছন্নতায় মশার উপদ্রব বেড়েছে। এ পরিস্থিতিতে ক্যাম্পে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া দুরূহ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন