বাজিমাত করেছে থ্রেডস। আত্মপ্রকাশের প্রথম দিনেই ১ কোটি গ্রাহক নিয়ে যাত্রা শুরু করে মেটা উদ্ভাবিত বহুল আলোচিত অ্যাপ থ্রেডস। সপ্তাহের ব্যবধানে অ্যাপের নিবন্ধিত গ্রাহক এখন ১০ কোটি ছাড়িয়ে গেছে। নিত্যনতুন ফিচার যুক্ত করছে টুইটারকে চ্যালেঞ্জ করা থ্রেডস অ্যাপ। নিবন্ধনের সময় গ্রাহকের সব তথ্য ইন্সটাগ্রাম থেকে স্বয়ংক্রিয়ভাবে আপডেট করে নেয়। যদিও পোস্ট তৈরি করার পর কোনো কিছুই এডিটের ব্যবস্থা রাখা হয়নি।
ফলে এডিট বাটন না থাকায় শুরুতেই বেশ ঝামেলায় পড়তে হচ্ছে থ্রেডস ভক্তদের। নিবন্ধিত নতুন গ্রাহকদের মতে, হ্যাশট্যাগ, ফলোয়ার সংখ্যা, স্বয়ংক্রিয় অনুবাদসহ অনেক প্রচলিত ফিচারের ঘাটতি আছে অ্যাপটিতে। সম্প্রতি ইন্সটাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি গ্রাহকদের অনুরোধে পোস্ট এডিট করার সুবিধা, ফলোয়ার সংখ্যা এবং হ্যাশট্যাগ যুক্ত করার ফিচারের ঘোষণা দিয়েছেন। কয়েক সপ্তাহের মধ্যেই সুবিধাগুলো যুক্ত করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ইন্সটাগ্রামের প্রধান বলেছেন, ৩০ দিন পর থ্রেডস পোস্টগুলো মুছে ফেলার ফিচার যুক্ত হবে। বর্তমানে ৩০ দিনের বদলে ৯০ দিন করা হয়েছে।