ঢাকা: জিটুজিভিত্তিতে ও আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫ লাখ মেট্রিক টন চাল এবং ৬ লাখ মেট্রিক টন গম আমদানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে জিটুজিভিত্তিতে ৩ লাখ টন চাল কেনা হবে।
আর আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ২ লাখ টন চাল আমদানি করা হবে। অপরদিকে জিটুজিভিত্তিতে ৪ লাখ ৫০ হাজার টন গম কেনা হবে এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টন গম আমদানি করা হবে। বুধবার (১২ জুলাই) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তরকে জিটুজিভিত্তিতে চাল ও গম কেনার এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চাল ও গম আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।