সিনেমার নায়িকা মানে স্লিম ফিগার; এমন একটি অঘোষিত নিয়ম যেন প্রতিষ্ঠিত বলিউডে। ফলে অধিকাংশ নায়িকাই নানা কৌশলে নিজেকে স্লিম রাখার চেষ্টায় ডুবে থাকেন। তবে সেই নিয়মের তোয়াক্কা করেন না হুমা কুরেশি। নিজের স্বাভাবিক অবয়বকেই উপস্থাপন করতে ভালোবাসেন তিনি।কিন্তু কাজ করতে গিয়ে কখনও এ বিষয়ে চাপ অনুভব করেন তিনি?
একটি নির্দিষ্ট রূপে নিজেকে উপস্থাপন না করতে পারার আক্ষেপ কি তার আছে? হুমা কুরেশি বললেন, ‘আমার মনে হয় এখানে নির্দিষ্ট একটি রূপে নিজেকে দেখানোর এবং স্বাস্থ্যকর জীবন যাপনের চাপ আছে। হ্যাঁ, স্বাস্থ্যকর জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ছেলে হোক বা মেয়ে, সবার ক্ষেত্রে অস্বাস্থ্যকর হলো চেহারাকে সীমাবদ্ধ করে ফেলা। সোশ্যাল মিডিয়ার এই যুগে সব কিছু ফিল্টার করা। কিন্তু আমার মনে হয় আপনার সিক্স প্যাক বা উচ্চতার চেয়ে মেধা গুরুত্বপূর্ণ।’প্রচলিত সৌন্দর্যের ইঁদুর দৌড়ে কখনও সামিল হননি হুমা কুরেশি। কারণ তার কাছে সৌন্দর্যের ব্যাখ্যা ভিন্ন।