থাইরয়েডের রোগের নানা লক্ষণ

প্রথম আলো প্রকাশিত: ১১ জুলাই ২০২৩, ১০:০৩

দেশের শতকরা ২০ ভাগ মানুষ থাইরয়েডের সমস্যায় ভুগছেন। থাইরয়েডের সমস্যা পুরুষের তুলনায় নারীদের বেশি হয়। এই হরমোনের ঘাটতি বা আধিক্যের কারণে ব্যাপক শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে।


থাইরয়েড গ্রন্থির কার্যক্রম বিঘ্নিত হওয়ার নানাবিধ কারণের মধ্যে আয়োডিনের ঘাটতি কিংবা আধিক্য, বিভিন্ন ভাইরাসের আক্রমণ, অটোইমিউন রোগ, বিভিন্ন ওষুধের প্রতিক্রিয়া, জন্মগত ত্রুটি, সন্তান ধারণ ও গর্ভ–পরবর্তী পরিস্থিতি অন্যতম। থাইরয়েডের সমস্যার ধরনের ওপর নির্ভর করে এর লক্ষণগুলো কী। 


মোটা দাগে থাইরয়েডের সমস্যাগুলো হচ্ছে হরমোনের ঘাটতি বা হাইপো-থাইরয়ডিজম, হরমোনের আধিক্য বা হাইপার-থাইরয়ডিজম, প্রদাহ বা থাইরয়ডাইটিস, গলগন্ড ও ক্যানসার।


হাইপো-থাইরয়ডিজম: পৃথিবীতে হরমোনের ঘাটতিজনিত রোগটির আধিক্য বেশি। নারীরা এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকেন। হরমোনের ঘাটতিজনিত লক্ষণ হলো ক্লান্তি, তন্দ্রাভাব, অবসাদ, শীত সহ্য করতে না পারা, ওজন বৃদ্ধি, কোষ্ঠকাঠিন্য, অনিয়মিত মাসিক, অতিরিক্ত মাসিক, বন্ধ্যাত্ব, হৃৎস্পন্দন কমে যাওয়া, চুল পড়া ও শুষ্ক ত্বক, শরীর ফোলা, রক্তে চর্বির মাত্রা বৃদ্ধি, স্মৃতিশক্তি লোপ, বিষণ্নতা ইত্যাদি।


হাইপার-থাইরয়ডিজম: থাইরয়েড হরমোন নিঃসরণ বেড়ে গেলে শরীরে যেসব উপসর্গ দেখা দেয়, তা হলো ওজন কমে যাওয়া, বুক ধড়ফড় করা, অতিরিক্ত ঘাম নিঃসরণ, গরম সহ্য করতে না পারা, গা গরম থাকা, ঘন ঘন পায়খানা হওয়া, হাতে কাঁপুনি, ঘুম না হওয়া, অতি–উদ্বেগ, চোখ কোটর থেকে যেন বেরিয়ে আসা ইত্যাদি। এই রোগের চিকিৎসা না নিলে মারাত্মক জটিলতা হতে পারে। হৃৎপিণ্ড পর্যন্ত বিকল হয়ে যেতে পারে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us