ব্যবসায় প্রশাসনের ছাত্র যেভাবে চিত্রনাট্যকার হয়ে উঠলেন

প্রথম আলো প্রকাশিত: ১১ জুলাই ২০২৩, ১০:০৩

শুটিংয়ে অভিনয়শিল্পী, পরিচালক, চিত্রগ্রাহক বা স্টান্টম্যানের আহত হওয়ার খবর প্রায়ই শোনা যায়। কিন্তু শুটিংয়ে লেখকের চোট পাওয়ার কথা খুব বেশি শোনা যায়নি। তবে ‘সুড়ঙ্গ’-এর চিত্রনাট্যকার নাজিম উদ দৌলার ক্ষেত্রে তা–ই ঘটেছে! সিনেমার দ্বিতীয় কিস্তির শুটিংয়ের সময় নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করেছিলেন তিনি—শুটিং চলছে, একটি চেয়ারে পা রেখে ল্যাপটপে কাজ করছেন। পায়ে ব্যান্ডেজ। গত শনিবার আলাপে আলাপে জানালেন, চট্টগ্রামে শুটিংয়ের সময় ঘটেছিল ঘটনাটি।


‘সুড়ঙ্গ’-তে মাসুদের যে বাড়িটা দেখানো হয়, সেখানে ওঠার জায়গাটা বেশ উঁচু। প্রথম দিন সেখানে গিয়েই নাজিম উদ দৌলা আশঙ্কা প্রকাশ করেছিলেন—কেউ না কেউ পড়ে গিয়ে ঠিক ব্যথা পাবে। দিন কয়েক পর সেই কেউ যে তিনি নিজেই হবেন, তা কি আর জানতেন! পরে ব্যান্ডেজ-ট্যান্ডেজ করে যখন শুটিংয়ে বসে ছিলেন, তখন ছবির অভিনেতা আফরান নিশো তাঁকে বলেছিলেন কথাটা—‘শুটিংয়ে যে লেখক আহত হয়, এই প্রথম দেখলাম।’


গত শনিবার সকালে তাঁর সঙ্গে যখন কথা হয়, নাজিম উদ দৌলা তাঁর শুটিংয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করছিলেন, ‘সিনেমায় সুড়ঙ্গের ব্যাপারটা আমি যেভাবে লিখেছিলাম শুটিং করতে গিয়ে দেখলাম জায়গাটা ও রকম না। তাই পরিচালক দ্বিতীয় কিস্তির শুটিংয়ের পুরোটা সময় আমাকে রাখেন। সিনেমায় সুড়ঙ্গের ভেতরের যেসব দৃশ্য আছে, সেগুলোর বেশির ভাগই তাৎক্ষণিকভাবে সেটে বসে পরিকল্পনা করে লেখা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us