ভাঙ্গা ইন্টারচেঞ্জে আলো ফিরুক

সমকাল সম্পাদকীয় প্রকাশিত: ১১ জুলাই ২০২৩, ০১:০১

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকায় এক মাসেরও অধিককাল ধরিয়া বিদ্যুৎ না থাকা শুধু উদ্বেগজনক নহে, বিস্ময়করও বটে। সোমবার প্রকাশিত সমকালের এক প্রতিবেদন অনুসারে, দেশের ইতিহাসে প্রথমবারের মতো নির্মিত অত্যাধুনিক ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের এই অংশে গত ৬ জুন হইতে বিদ্যুৎ নাই। ফলে রাত্রিকালে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশদ্বারটি রীতিমতো ভূতুড়ে এলাকায় পরিণত হয়। স্বাভাবিকভাবে এই পরিস্থিতি চোর-ডাকাত-ছিনতাইকারী তথা অপরাধীদের জন্য মওকা আনিয়া দিয়াছে। এমনিতেই প্রধানত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের দায়িত্বহীনতার কারণে দেশের সড়ক-মহাসড়কসমূহে চালক ও যাত্রীনিরাপত্তা বেশ দুর্বল। মাঝেমধ্যে আমরা বিভিন্ন মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি, ট্রাক বা কাভার্ডভ্যান হইতে রপ্তানি পণ্য ছিনতাই, এমনকি বাস-ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটিবার অভিযোগ শুনিয়া থাকি। এই অবস্থায় একটা গুরুত্বপূর্ণ মহাসড়কে বিদ্যুৎহীনতা যে গোদের উপর বিষফোড়াস্বরূপ, উহা ব্যাখ্যার প্রয়োজন নাই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us