দুদক কেন টলিবে?

সমকাল সম্পাদকীয় প্রকাশিত: ১১ জুলাই ২০২৩, ০১:০১

সংসদ নির্বাচনের পূর্বে দুর্নীতি দমন কমিশন-দুদক হইতে ‘নির্দোষ সনদ’ হস্তগত করিতে বর্তমান ও সাবেক কয়েকজন সংসদ সদস্য ‘দৌড়ঝাঁপ’ করিতেছেন– সমকালে প্রকাশিত প্রতিবেদনে এই রূপ ভাষ্য বিস্ময়কর নহে। ভোটারের নিকট ভাবমূর্তি উজ্জ্বল করিতে আমাদের দেশে প্রার্থী ও সম্ভাব্য প্রার্থীগণ সামাজিক ও আধ্যাত্মিক বিভিন্ন কেন্দ্রে যদ্রূপ দৌড়ঝাঁপ করিয়া থাকেন, সেই তুলনায় দুদক আরও গুরুতর অভিমুখ। প্রশ্ন হইতেছে, দুর্নীতির অভিযোগ হইতে অব্যাহতিপ্রাপ্তির এই প্রকার দৌড়ঝাঁপে দুর্নীতি দমনের দায়িত্বপ্রাপ্ত সংস্থাটির দায়িত্বশীলতা টলিয়া যাইবে কিনা? সেই ক্ষেত্রে গত দেড় বৎসরে ক্ষমতাসীন দলের আটজনকে পরিসমাপ্তিকরণপত্র তথা অভিযোগ হইতে অব্যাহতি দিবার যেই তথ্য সমকালের সোমবারের প্রতিবেদনটিতে উঠিয়া আসিয়াছে, উহা দুদকের প্রতি নাগরিকের আস্থাবর্ধক হইতে পারে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us