You have reached your daily news limit

Please log in to continue


রাজস্ব বেড়েছে সেমিকন্ডাক্টর উৎপাদনকারী প্রতিষ্ঠানের

বিশ্ব অর্থনীতির মন্থর পরিস্থিতি ও যুদ্ধ পরিস্থিতির কারণে মূল্যস্ফীতি এখন ঊর্ধ্বমুখী। এর মধ্যে টেলিযোগাযোগ ও ইলেকট্রনিকস খাতে গ্রাহক ব্যয় কমেছে। ফলে অনেক বড় কোম্পানি লোকসানের মুখে রয়েছে। তবে এর মধ্যেও প্রত্যাশার তুলনায় আয় বৃদ্ধির কথা জানিয়েছে তাইওয়ানভিত্তিক সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান ইউনাইটেড মাইক্রোইলেক্ট্রনিকস করপোরেশন (ইউএমসি) এবং ভ্যানগার্ড ইন্টারন্যাশনাল সেমিকন্ডাক্টর কর্প। ইনভেন্টরি ব্যবস্থাপনার মাধ্যমে সাপ্লাই চেইনে মজুদ পণ্যের পরিমাণ হ্রাসের ফলে প্রকৃত চাহিদার সঙ্গে সমন্বয় প্রতিষ্ঠানগুলোর রাজস্ব বৃদ্ধিকে ত্বরান্বিত করেছে বলে জানা গেছে। খবর তাইপে টাইমস। 

চুক্তিভিত্তিক সেমিকন্ডাক্টর তৈরি করে ইউএমসি। বিশ্বব্যাপী তাদের অবস্থান তিনে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, আগের প্রান্তিকের তুলনায় রাজস্ব ৩ দশমিক ৮৬ শতাংশ বেড়ে ৫ হাজার ৬৩০ কোটি তাইওয়ান ডলার বা ১৮০ কোটি ডলারে পৌঁছেছে। যা মে মাসের পূর্বাভাসের তুলনায় বেশি। যদিও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ধারণা করা হয়েছিল, নিম্নমুখী গ্রাহক চাহিদার জের ধরে তাদের ইনভেন্টরি পণ্যের চালান বৃদ্ধি বাধাগ্রস্ত হবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন