তীব্র গরমের দিনে গাড়ির এয়ার-কন্ডিশনার (এসি) এনে দেয় স্বস্তির পরশ। প্রচন্ড গরমে সারাক্ষণ এসি চালিয়ে রাখলে জ্বালানি খরচ যেমন বাড়ে, তেমন এসিও সব সময় ঠিকমতো গাড়িকে ঠান্ডা করতে পারে না।
কিছু সহজ প্রক্রিয়া অনুসরণ করে গাড়ির জ্বালানি খরচ কমানোর পাশাপাশি এসির উপযোগিতাও বাড়ানো সম্ভব।
যুক্তরাষ্ট্রের পরিবেশ সংরক্ষণ সংস্থার (ইপিএ) মতে তীব্র গরমের সময় গাড়িতে এসির ব্যবহার প্রায় ২৫ শতাংশ পর্যন্ত জ্বালানি ক্ষয় বাড়িয়ে দেয়। বৈদ্যুতিক এবং হাইব্রিড গাড়ির ক্ষেত্রেও এটি ব্যাটারির আয়ু কমিয়ে আনে।
গাড়ির এসি কীভাবে কাজ করে
কারণ বুঝতে হলে জানতে হবে গাড়ির এসি কীভাবে কাজ করে। এটি প্রথমে বাতাস টেনে নিয়ে তা থেকে তাপ এবং আর্দ্রতা বের করে আনে। এরপর এই ঠান্ডা বাতাস গাড়ির ভেতরে পৌঁছে দেয়। এই পুরো কাজটি হয় কমপ্রেসর নামের একটি যন্ত্রের মাধ্যমে। এই যন্ত্র গাড়ির ইঞ্জিন থেকে কাজ করার শক্তি নেয়। তাই যখনই আপনি এসি ব্যবহার করেন, গাড়ির ইঞ্জিনকেও তখন আরও বেশি কাজ করতে হয়। ফলে বেড়ে যায় গাড়ির জ্বালানি খরচ।
তবে ভালো খবর হলো কিছু সহজ কৌশল কাজে লাগিয়ে এসির মাধ্যমে গাড়িকে দ্রুত ঠান্ডা করা সম্ভব। আর এতে জ্বালানি খরচেও হবে বেশ খানিকটা সাশ্রয় ।