মুক্ত হয়ে ইউক্রেন ফিরলো আজভ কমান্ডাররা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৯ জুলাই ২০২৩, ১৭:৫৭

ইউক্রেনের মারিউপোলের আজভস্টল স্টিল কারখানায় রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে বন্দি হওয়া ইউক্রেনীয় কমান্ডাররা মুক্তি পেয়েছেন। তুরস্ক থেকে সঙ্গে নিয়ে ইউক্রেন ফিরেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার লভিভে তাদের নিয়ে হাজির হয়ে এক সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।


সংবাদ সম্মেলনে আজভ কমান্ডাররা যুদ্ধক্ষেত্রে পুনরায় ফিরে যাওয়ার অঙ্গীকারের কথা উল্লেখ করেছেন। বন্দি বিনিময়ের আওতায় তারা এর আগে তুরস্ক অবস্থান করছিলেন।


দীর্ঘ অবরোধের পর ইউক্রেনের বন্দর নগরী মারিউপোল ২০২২ সালে রাশিয়ার দখলে চলে যায়। আজভস্টল কারখানায় অবস্থান নেওয়া ইউক্রেনীয় কমান্ডাররা আত্মসমর্পণ করেন। কারখানাটি ছিল মারিউপোলে ইউক্রেনীয় সর্বশেষ প্রতিরোধ ঘাঁটি। রাশিয়ার দাবি, এখানে ইউক্রেনের ২ হাজারের বেশি সেনা আত্মসমর্পণ করেছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us