পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলন ঘিরে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে পূর্ব ইউরোপের দেশ লিথুয়ানিয়ায়। নিরাপত্তা জোরদার করার অবশ্য শক্ত কারণও আছে। কারণ বৈঠকটি যে স্থানে হবে তা রাশিয়ার মিত্র বেলারুশের সীমান্ত থেকে মাত্র ৩২ কিমি. দূরে অবস্থিত।
জার্মানি ইতোমধ্যে লিথুয়ানিয়ায় রাজধানী ভিলনিয়াসে প্যাট্রিয়ট দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। এতে বৈঠকের স্থানটি একটি দূর্গে পরিণত হয়েছে। আগামী ১১-১২ জুলাই এই স্থানেই মার্কিন প্রেসিডনেট জো বাইডেনসহ অন্যান্য পশ্চিমা নেতারা বৈঠকে বসবেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়েছে, ১৬টি ন্যাটোভুক্ত দেশ মঙ্গল ও বুধবার শীর্ষ সম্মেলনের নিরাপত্তা নিশ্চিতে মোট প্রায় এক হাজার সেনা পাঠিয়েছে। কারণ ভিলনিয়াস রাশিয়া থেকে মাত্র ১৫১ কিলোমিটার দূরে অবস্থিত।