বিগত কয়েক বছর ধরে সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় চিত্রনায়িকা মাহিয়া মাহি। রাজনীতি ও সন্তানসম্ভবা হওয়ায় সিনেমা থেকে দূরে এই নায়িকা। আবার তিনি ফিরছেন সিনেমার আঙ্গিনায়। শানিবার (৮ জুলাই) রায়হান রাফির ‘সুরঙ্গ’র বিশেষ শো’তে হাজির হয়েছিলেন ঢাকাই ছবির ‘অগ্নি’ খ্যাত এই নায়িকা।
এ সময় তিনি বলেন, “রাজনীতি ও মা হওয়ার কারণে অনেকদিন সিনেমা সংশ্লিষ্ট বিষয় থেকে দূরে ছিলাম। ফের সিনেমা রিলেটেড অনুষ্ঠানগুলোতে হাজির হচ্ছি। অনেকদিন পর ‘সুরঙ্গ’ সিনেমা দেখতে এসে মনে হয়েছে এটা আমার পরিবারের অংশ। যেহেতু এখন আবার সিনেমা রিলেটেড অনুষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত হচ্ছি। কিছু গল্প হাতে আছে। দেখছি, কোনটা দিয়ে কাজ শুরু করা যায়। শিগগিরই কাজে ফিরবো।’’