ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলে একটি আবাসিক ভবন ধসে পড়ার ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সেখানকার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা।
নিখোঁজ সর্বশেষ ব্যক্তির মৃতদেহ উদ্ধারের পর শনিবার তারা দুর্ঘটনায় নিহতের এ চূড়ান্ত সংখ্যা জানান।
শুক্রবার পেরনামবুকো রাজ্যের রাজধানী হেসিফির উপকণ্ঠে জানগা এলাকায় তুমুল বৃষ্টির মধ্যেই ওই ভবনটি ধসে পড়ে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভবনটি ধসে পড়ার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
প্রায় ১৫ লাখ বাসিন্দার উপকূলীয় শহর হেসিফিতে গত কয়েকদিন ধরেই ভারি বৃষ্টি হচ্ছে।