ডিমের বিকল্প হতে পারে যে ৫ খাবার

বার্তা২৪ প্রকাশিত: ০৯ জুলাই ২০২৩, ০৬:০৪

ডিমের গন্ধ অনেকে সহ্য করতে পারেন না। এজন্য ডিম খেতে পারেন না। কিন্তু শরীরে প্রোটিনের জোগান দিতে ডিম খাওয়া জরুরি। তবে শুধু প্রোটিন নয়, ডিমে ক্যালশিয়াম, অ্যালবুমিন, ভিটামিন ডি-এর মতো গুরুত্বপূর্ণ কিছু খনিজও রয়েছে। যেগুলির অভাবে শরীরে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। শারীরবৃত্তীয় নানা কাজে, পেশি মজবুত করতে প্রোটিনের প্রয়োজন রয়েছে। কিন্তু ডিমের বিকল্প এমন খাবার কি রয়েছে, যা প্রতি দিনের প্রোটিনের চাহিদা পূরণ করতে পারে?


ছোলা


সকালে ছোলা ভিজিয়ে খাওয়ার অভ্যাস রয়েছে অনেকের। পুষ্টিবিদেরা বলছেন, ভেজানো ছোলা দুভাগ করলে যে দু’টি বীজপত্র পাওয়া যায়, তার একটিতেই ৮ গ্রাম প্রোটিন থাকে। সন্ধ্যায় ছোলা দিয়ে বানানো চাট বা স্যালাড মুখরোচক এবং স্বাস্থ্যকরও।



পনির


নিরামিষ খাবার খান যারা, তাদের কাছে পনির অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। প্রোটিনের অন্যতম একটি উৎস হল পনির। পুষ্টিবিদেরা বলছেন, এক কাপ পনিরে প্রোটিনের পরিমাণ প্রায় ১২ গ্রাম। নিরামিষ তরকারি হোক বা স্যালাড, পনির ব্যবহার করাই যায়।


শেডার চিজ


পিৎজা বা পাস্তা থেকে শুরু করে স্যান্ডউইচ— সবেতেই চিজের ব্যবহার রয়েছে। আধ কাপ শেডার চিজে প্রোটিনের পরিমাণ প্রায় ৭ গ্রাম। তবে প্রোটিন ছাড়াও ক্যালশিয়াম, জিঙ্ক, ফসফরাস, ভিটামিন বি১২ এবং ভিটামিন এ রয়েছে এই খাবারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us