ঈদুল আজহার লম্বা ছুটির পর দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলছে রবিবার (৯ জুলাই)। খোলার পর শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ ৫ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতর।
বৃহস্পতিবার (৬ জুলাই) অধিদফতর থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফরের বৃহস্পতিবারের নির্দেশনায় বলা হয়, সম্প্রতি ঢাকা মহানগর ও দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু রোগের প্রকোপ দেখা দিয়েছে। বহু মানুষ এতে আক্রান্ত হয়েছেন এবং হচ্ছেন। বিশেষজ্ঞদের ধারণা, সতর্কতা অবলম্বন করলে এ রোগ থেকে নিস্তার পাওয়া সম্ভব।
ডেঙ্গু এডিস মশাবাহিত একটি রোগ উল্লেখ করে এতে আরও বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর খেলার মাঠ এবং ভবনগুলোর মাঝে পানি জমে থাকে এমন জায়গা, ফুলের টবে জমে থাকা পানি এডিস মশার উপযুক্ত প্রজনন কেন্দ্র। ডেঙ্গু বিস্তার রোধে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পবিত্র ঈদুল আজহার ছুটি পরবর্তী খোলার পর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো