চলতি সপ্তাহে থাকছে নাটকের দল প্রাচ্যনাটের ৪১তম প্রযোজনা ‘আগুনযাত্রা’র পাঁচটি প্রদর্শনী! রাজধানীর শিল্পকলা একাডেমিতে দুটি এবং মহিলা সমিতিতে তিনটি প্রদর্শনী রয়েছে!
৯ জুলাই সন্ধ্যা ৭টায় শিল্পকলার জাতীয় নাট্যশালার মূল হলে এবং ১২ জুলাই একই সময়ে শিল্পকলার পরীক্ষণ থিয়েটার হলে দেখা যাবে নাটকটি। এ ছাড়া ১৩ জুলাই সন্ধ্যা ৭টা এবং ১৪ জুলাই বিকেল ৫টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে দেখা যাবে নাটকের তিনটি শো।
ভারতীয় নাট্যকার মহেশ দাত্তানির লেখা ‘সেভেন স্টেপ অ্যারাউন্ড দ্য ফায়ার’ থেকে নাটকটি অনুবাদ করেছেন শহীদুল মামুন। রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।