ডলার–সংকটের কারণে ঋণপত্র (এলসি) খোলায় যে কড়াকড়ি আরোপ করা হয়, তার প্রভাব পড়েছে জাহাজভাঙা শিল্পে।
সদ্য বিদায়ী ২০২২–২৩ অর্থবছরে পুরোনো জাহাজ আমদানি অস্বাভাবিক কমে ১৪৭টিতে নেমে এসেছে, যা গত ১৯ অর্থবছরের মধ্যে সর্বনিম্ন। আমদানি কমায় এই খাতের কাঁচামালের ওপর নির্ভরশীল শিল্পকারখানাগুলোয় উৎপাদনে ভাটা পড়েছে।