কক্সবাজারে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সে দেশের সেনাবাহিনীর নির্যাতন-নিপীড়নে কথা শুনলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমাদ খান।
আজ বৃহস্পতিবার আইসিসির প্রধান কৌঁসুলির নেতৃত্বে একটি প্রতিনিধিদল উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা উপজেলার লম্বাশিয়া আশ্রয়শিবিরের ১ নম্বর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে কয়েকজন রোহিঙ্গা নারী-পুরুষের সঙ্গে কথা বলেন। এরপর সেখান থেকে ৯ ও ১২ নম্বর ক্যাম্পে যান তাঁরা।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো অত্যাচার, নির্যাতন ও নিপীড়নের তথ্যানুসন্ধানের জন্য আশ্রয়শিবির পরিদর্শনে এসেছেন নেদারল্যান্ডসের হেগভিত্তিক আইসিসির প্রধান কৌঁসুলির নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল।
লম্বাশিয়া আশ্রয়শিবিরে আইসিসির প্রধান কৌঁসুলির সঙ্গে দেখা করা রোহিঙ্গা প্রতিনিধিরা জানান, মিয়ানমার সেনাবাহিনীর সদস্যরা কীভাবে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন চালিয়েছে, জাতিগত নিধন, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া ও গণহত্যা চালানোসহ সর্বশেষ বাংলাদেশে কীভাবে পালিয়ে এসেছিল তার বর্ণনা শোনেন তাঁরা। এ সময় রোহিঙ্গা জনগোষ্ঠীর কয়েকজন নারী সদস্য উপস্থিত ছিলেন এবং তাঁরাও মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গা নারীদের অত্যাচার-নির্যাতন ও ধর্ষণের বিস্তারিত বিবরণ দেন।