এমবাপ্পেকে ২৬ দিন সময় দিল পিএসজি

সমকাল প্রকাশিত: ০৬ জুলাই ২০২৩, ১২:৩১

গত কয়েক দিনে অনেক বুঝিয়েও কিলিয়ান এমবাপ্পের মনে জমে থাকা অভিমানের বরফ গলাতে পারেনি পিএসজি। তাই আরও হার্ডলাইনে হেঁটেছে তারা। চুক্তি নবায়ন করার জন্য সময়ও বেঁধে দিয়েছে ক্লাবটি। 


এই জুলাইয়ের মধ্যে যদি এমবাপ্পে নতুন চুক্তিতে সই না করেন, তাহলে তাঁকে গ্রীষ্মের দল বদলে অবশ্যই বেচে দেবে লিগ ওয়ানের জায়ান্টরা। যেমনটা জানিয়েছে ফরাসি দৈনিক এল ইকুয়েপে। সেক্ষেত্রে আজ থেকে গুনে গুনে ২৬ দিন সময় পাবেন কিলিয়ান।


মূলত সমস্যাটা বাধে কিলিয়ানের একটা মেইলের পর। সর্বশেষ যে চুক্তি হয়েছে দু’পক্ষের, সেখানে এক বছর বাড়ানোর অপশন ছিল। কিন্তু কিলিয়ান সেই অপশনের বৃত্তটা ভরাট করেননি। উল্টো মেইল করে জানিয়ে দেন, তিনি আর চুক্তি নবায়ন করবেন না। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us