দেশে নারী ও কন্যাশিশুর উপর সহিংসতা সাম্প্রতিক সময়ে কতটা ভয়ংকর রূপ ধারণ করিয়াছে, উহা উপলব্ধি করা যায় নারী অধিকারবিষয়ক বেসরকারি সংস্থা বাংলাদেশ মহিলা পরিষদের এক পরিসংখ্যানে। বুধবার প্রকাশিত সমকালের একটি প্রতিবেদনে উদ্ধৃত পরিসংখ্যানমতে, চলতি বৎসরের প্রথম ছয় মাসে দেশে দেড় সহস্রাধিক নারী ও কন্যাশিশু শারীরিক-মানসিক নির্যাতনের শিকার হইয়াছেন এবং তাহাদের মধ্যে ২২৬ কন্যাশিশুসহ ৩২৬ জন ধর্ষণের শিকার। উপরন্তু একই সময়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হইয়াছেন ৬০ জন এবং ২১ কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যা করা হইয়াছে। শুধু উহাই নহে; সমকালের একই দিনের অপর এক প্রতিবেদন অনুসারে, সোমবার রাজধানীতে দুইজন নারী ধর্ষণের শিকার হইয়াছেন।