অ্যাপভিত্তিক মেসেজিং ব্যবস্থায় নতুন ঘোষণা দিয়েছে মেটা – তারা নিজেদের সবগুলো অ্যাপ ‘সুপার সিকিওর’ করবে। আর এই সিদ্ধান্ত তাদের ঠেলে দিয়েছে ব্রিটিশ সরকারের মুখোমুখি, যারা নতুন আইন তৈরির প্রস্তুতি নিচ্ছে। ওই আইন পাশ হলে এমন প্রযুক্তি হয়ে যাবে পুরোপুরি অবৈধ।
এই প্রযুক্তি নিয়ে দুই পক্ষের মধ্যে চলমান ‘শোডাউনে’ আগে কে আগে কোথায় পা ফেলে তার ওপর বিশ্বের বিভিন্ন দেশ নজর রাখছে বলে উঠে এসেছে বিবিসির প্রতিবেদনে। কারণ, এতে গোটা বিশ্বের যে কোনও মানুষ যারা স্মার্টফোন ব্যবহার করেন তাদের অনেক কিছুই যাবে-আসবে।
‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’, ‘ব্যাকডোর’ ও ‘ক্লায়েন্ট-সাইড স্ক্যানিং’ – এইসব শব্দ অনেকের কাছেই হয়ত জটিল, তবে প্রযুক্তি খাতে এরা যথেষ্টই স্পর্শকাতর। আর, সিলিকন ভ্যালি ও বিশ্বের অন্তত ডজনখানেক দেশের সরকারের মধ্যে বেশ কয়েক বছর ধরে আলোচনার মূল বিষয় এটি।