ঈদ মানে আনন্দ। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য বছরে দুটি ঈদ আসে আনন্দের বার্তা নিয়ে। ঈদুল ফিতর বা রোজার ঈদ আসে এক মাসের সিয়াম সাধনার পর। সেই আনন্দ বাঁধভাঙা। নতুন পোশাক ছাড়া রোজার ঈদ হয় না আমাদের। নিজের জন্য না পরলেও সব বাবা-মাই চেষ্টা করেন অন্তত সন্তানের জন্য যাতে নতুন জামা-জুতা কিনতে পারেন।
আবার এসব পরিবারও আছে, যারা ঈদের কেনাকাটা করতে ব্যাংকক, সিঙ্গাপুর, নিদেনপক্ষে কলকাতা ছুটে যান। যে যেখানেই যান, ঈদের দিনটি সবার রঙিন হয়ে ওঠে। তবে পবিত্র ঈদুল আযহা বা কোরবানির ঈদে আনন্দের ধরন আবার আলাদা। যাদের সামর্থ্য আছে, তারা ঈদুল আযহায়ও নতুন পোশাক কেনেন। তবে ঈদুল আযহার মূল আনন্দ কোরবানিতে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আযহা।