তখনও আড়মোড়া ভাঙেনি ঢাকার। শান্ত ভোরের স্নিগ্ধতাকে এতটুকু বিরক্ত না করেই তিনি প্রথমবার পা রাখলেন বাংলাদেশে। লাল-সবুজের পতাকার সঙ্গে ভালোবাসার ইমোজি দিয়ে ইনস্টাগ্রামে লিখলেন ‘বাংলাদেশ’; যেন কল্পনায় আঁকা ছবির এক দেশে পা রেখেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। কাতার বিশ্বকাপের পর থেকে যে নতুন আত্মীয়তা হয়েছে বাংলাদেশিদের সঙ্গে, গতকাল সেই কুটুমবাড়িতে অন্তত একবার ঘুরে গেলেন এমিলিয়ানো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আতিথেয়তা পেলেন, পরিচিত হলেন মাশরাফি বিন মুর্তজা ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে– বাংলাদেশের জার্সি, নৌকা ও বাজপাখির রেপ্লিকা উপহারও পেলেন। পেলেন ভালোবাসার ছোঁয়াও। কিন্তু তাঁর মানসপটে বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তদের যে ছবি আঁকা ছিল, তার স্পর্শ কতটা পেলেন?