জাতিসংঘ বাহিনীর মালি ত্যাগের পরিণতি যা হতে পারে

সমকাল পল মেলি প্রকাশিত: ০২ জুলাই ২০২৩, ০১:৩১

মালিতে শান্তিরক্ষী বাহিনীর ভবিষ্যৎ নিয়ে শুক্রবারের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটের ফল অপ্রত্যাশিত কিছু নয়। এ শান্তিরক্ষা মিশন বন্ধ করার বাইরে তাদের কাছে কোনো বিকল্প ছিল না। এ মিশনটিই ছিল বিশ্বজুড়ে জাতিসংঘের সবচেয়ে রক্তক্ষয়ী মিশন। ১০ বছরেরও বেশি সময় ধরে চলমান এ মিশনে প্রায় ১৮৭ শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন।


তবে, এ হতাহতের সংখ্যার সঙ্গে মিশনটি বন্ধের কোনো সম্পর্ক নেই। মূলত দেশটির সামরিক শাসকের চাপের কারণেই ১২০০০ আন্তর্জাতিক সৈন্যকে সেখান থেকে তুলে নিতে হচ্ছে। মালি একটা চরম নিরাপত্তা সংকটে থাকা সত্ত্বেও তার সরকার এ চাপ দিচ্ছে।


ধারণা করা হচ্ছে, জাতিসংঘের শান্তিরক্ষীরা চলে গেলে মালি রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গ্রুপের ওপর আরও বেশি নির্ভরশীল হবে; দেশটিতে বর্তমানে ওয়াগনার গ্রুপের ১০০০ যোদ্ধা রয়েছে বলে মনে করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us