হলিউডের অভিনেতাদের সংগঠন ও স্টুডিওগুলো মধ্য জুলাই পর্যন্ত আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। ধারণা করা হচ্ছে, এ সিদ্ধান্তের ফলে চলতি গ্রীষ্মে হলিউডে দ্বিতীয়বার ধর্মঘটের ঝুঁকি এড়ানো গেল। আলোচনা নিয়ে অনিশ্চয়তার মধ্যে গত শুক্রবার এমন সিদ্ধান্ত এল। এএফপি জানিয়েছে, দ্য স্ক্রিন অ্যাক্টর গিল্ড (সেগ-এফটিআরএ) দীর্ঘ সময় ধরে নেটফ্লিক্স, ডিজনির মতো প্ল্যাটফর্মের সঙ্গে আলোচনা চালিয়ে আসছিল, তবে সময়সীমা শেষ হয়ে আসছিল। তার আগেই আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা এল।
সেগ-এফটিআরএর এক বিবৃতিতে জানানো হয়েছে, ১২ জুলাই মধ্যরাতে তাদের চুক্তির মেয়াদ শেষ হবে। ভয় ছিল অভিনয়শিল্পীরাও লেখকদের এ ধর্মঘটে যোগ দেবেন, যা গত ছয় দশকের মধ্যে হয়নি।
এটা হলে যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র ও টিভির কাজ বন্ধ হয়ে যেত। সেগ-এফটিআরএর সদস্যদের মধ্যে যেমন আছেন প্রথম সারির তারকারা, তেমনি আছেন এক্সট্রা; সমঝোতায় পৌঁছানো না গেলে ব্যবস্থা নেওয়ার অনুমতি তাদের আগেই দেওয়া ছিল।