তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির আন্দোলনের সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ড ওতপ্রোতভাবে জড়িত। গত কয়েক মাসে বিএনপি দেশের বহু জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। আগুন সস্ত্রাস করেছে। সুতরাং তারা যত কথাই বলুক না কেন, তাদের আন্দোলন আর সন্ত্রাসী কর্মকাণ্ড ওতপ্রোতভাবে জড়িত।’
শনিবার চট্টগ্রাম নগরের দেওয়ানজীপুকুর পাড় এলাকায় নিজ বাসভবনে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম. এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম প্রমুখ।