রাশিয়ায় ২৪ ঘণ্টাব্যাপী এক বিদ্রোহের নেতৃত্ব দেওয়া ইয়েভগেনি প্রিগোজিন বেলারুশে পৌঁছেছেন।
মস্কোর ২০০ কিলোমিটার দক্ষিণে তার বাহিনী ওয়াগনারের বিদ্রোহ শেষ হওয়ার তিনদিন পর তিনি নির্বাসনে বেলারুশে পৌঁছালেন বলে দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
এ কয়দিন প্রিগোজিন কই ছিলেন, তা নিয়ে রহস্য থেকেই যাচ্ছে। শনিবার রাতে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রস্তোভ-অন-দন ছাড়ার সময় শেষ তাকে প্রকাশ্যে দেখা গিয়েছিল।
মঙ্গলবার তার ব্যক্তিগত জেট বিমান রাশিয়া থেকে রওনা হয়ে বেলারুশের রাজধানী মিনস্কে নামে বলে বিমান চলাচলের খোঁজখবর রাখা ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানায়।