সমৃদ্ধ অর্থনীতি ও পর্যটন প্রসারে ঈদ ট্যুরিজম

বণিক বার্তা ড. সন্তোষ কুমার দেব প্রকাশিত: ২৮ জুন ২০২৩, ১০:৪৪

বাঙালি বরাবরই ভ্রমণপিপাসু। প্রাচীনকাল থেকে মানুষ নানাবিধ প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে। বাঙালি জাতি এরই মধ্যে ভ্রমণের প্রেমে পড়েছে। নান্দনিক বাংলাদেশ এখন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যটকদের ভ্রমণ গন্তব্য। আনন্দঘন পরিবেশে সময় কাটানোর জন্য দেশে এখন অনেক পর্যটন স্পট রয়েছে, যা অভ্যন্তরীণ পর্যটকদের ভ্রমণে উৎসাহিত করে।


করোনা-পরবর্তী বর্তমানে বিশ্বব্যাপী পর্যটকের সংখ্যা প্রায় একশ কোটির বেশি। ধারণা করা হচ্ছে ২০৩০ সাল নাগাদ এ সংখ্যা দাঁড়াবে ১৬০ কোটি। পরিসংখ্যান অনুযায়ী বিপুলসংখ্যক বিশ্ব পর্যটকদের মধ্যে প্রায় ৭৩ শতাংশ ভ্রমণ করবেন এশিয়ার দেশগুলোয়।


বাংলাদেশের প্রেক্ষাপটে ঈদ হচ্ছে পরিবার-পরিজন নিয়ে অবকাশ যাপনের জন্য সবচেয়ে আকর্ষণীয় সময়। ঈদের ছুটিতে গ্রাম হয়ে ওঠে প্রাণচঞ্চল আর শহর থাকে জনশূন্য। বন্ধুবান্ধব একসঙ্গে ঈদ আনন্দ উপভোগ করার জন্য শহরের কৃত্রিম ব্যস্ততা ঘেরা পরিবেশ ছেড়ে মানুষ নাড়ির টানে ছুটে চলে বাড়ি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us