বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড

দেশ রূপান্তর প্রকাশিত: ২৮ জুন ২০২৩, ১০:৩৫

মুসলমানদের ধর্মীয় বড় দুই উৎসব ঈদের সময় যানবাহনের ভিড়ে এই মহাসড়কে যানজট, ধীর গতিসহ সৃষ্টি হয় নানা ভোগান্তি। তবে, বিগত বছরের তুলনায় কয়েক বছর ধরে হচ্ছে স্বস্তিদায়ক ঈদযাত্রা। এসব ভোগান্তি ও দুর্ভোগকে তুচ্ছ করে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ছুটছেন ঘরমুখো মানুষ। এ সময় ব্যস্ততা বেড়ে যায় বাস, ট্রাক, পিকআপ, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ নানা যানবাহনের। এ পর্যন্ত এসব যানবাহন পারাপারে আবারও নতুন রেকর্ড সৃষ্টি করেছে উত্তরবঙ্গের একমাত্র প্রবেশদ্বার টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু। গত ২৪ ঘণ্টায় ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা টোল আদায় করে বঙ্গবন্ধু সেতু।


সেতু কর্তৃপক্ষ জানায়, গত মঙ্গলবার (২৭ জুন) সকাল থেকে বুধবার (২৮ জুন) সকাল ৬টা পর্যন্ত ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা টোল আদায় হয়েছে। তার মধ্যে সেতু পূর্ব দিয়ে ৩৬ হাজার ৪৯১টি যানবাহন পারাপার হয়েছে ও টোল আদায় হয়েছে ২ কোটি ৬৬ লাখ ৯৭ হাজার ৭৫০ টাকা এবং সেতু পশ্চিম দিয়ে ১৮ হাজার ৯৯৭ টি যানবাহন পারাপার হয় ও টোল আদায় হয়েছে ১ কোটি ৫১ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা। যানবাহন সংখ্যা ৫৫ হাজার ৪৮৮।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us