প্রযুক্তির সহজলভ্যতার কারণে বর্তমানে শিশু থেকে বৃদ্ধ সবার জীবনের একটি বড় অংশ হয়ে উঠেছে স্মার্টফোন। তবে আপনার সন্তানের হাতে তার প্রথম ফোনটি তুলে দেওয়ার বিষয়টি অনেক বড় একটি পদক্ষেপ। এই বড় দায়িত্বটি খুবই সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে।
এ ক্ষেত্রে, প্রথমেই সন্তানের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া উচিত। যাতে করে, আপনার সন্তানকে যেন কোনো প্রকার অবাঞ্ছিত পরিস্থিতি এবং অনাকাঙ্ক্ষিত পরিণতির মুখোমুখি হতে না হয়।
চলুন তাহলে দেখে নেওয়া যাক, আপনার সন্তানের জন্যে এই প্রযুক্তিটি ব্যবহারের অভিজ্ঞতাকে উপভোগ্য এবং ইতিবাচক করতে যেসব দিক বিবেচনা করা দরকার সে সম্পর্কে।