You have reached your daily news limit

Please log in to continue


ঈদে প্রিয়জনকে দিতে পারেন যেসব উপহার

আসছে মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা। বিশ্বজুড়ে উদযাপিত এই ত্যাগের উৎসব নিয়ে সবারই থাকে নানা পরিকল্পনা। প্রিয়জনের মুখে হাসি ফোটাতে উপহার কেনার আমেজ তো সঙ্গে রয়েছেই।

অন্যান্য বছরের চেয়ে এবারের ঈদের উপহারে ভিন্নতা আনতে তালিকায় দারুণ কিছু রাখা যেতেই পারে। 

গোরমেই বাস্কেট 

ঈদুল আজহার দিনে পশু কোরবানির সব আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় উদরপূর্তি ভোজনের পালা। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের অন্যান্য দেশেও বৈচিত্র্যপূর্ণ খাওয়া-দাওয়ার রীতি রয়েছে। তবে হরেক রকমের খাবারের পসরায় মাংসের উপস্থিতি সব জায়গাতেই দেখা যায়। পাকিস্তানের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে মাংসের বিরিয়ানি, মাংস ভুনা; তুরস্কে কাবাব; মরক্কোতে ট্যাগিন থাকে ঈদুল আজহার প্রধান খাবার। উৎসবের দিনে পরিবারের সদস্য ও মেহমানদের সঙ্গে একত্রে খাওয়া-দাওয়ার মজাই আলাদা। কিন্তু অনেক আত্মীয়-পরিজন স্থানিক দূরত্বের কারণে এই মিলনমেলায় শামিল হতে পারেন না। তবে চাইলেই উপহারের ডালা সাজিয়ে তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া যেতে পারে। যেখানে রাখা যেতে পারে নানা ধরনের একটি স্ন্যাকস, গোরমেই মিট এবং পনির থেকে শুরু করে ফলমূল এবং উচ্চমানের চা-কফি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন