সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আমরা অনেক সময় পাসওয়ার্ড শক্তিশালী করতে সেটা যথেষ্ট বড় ও জটিল করে ফেলি। তারপর সেটা মুখস্থ রাখার ঝামেলা এড়াতে বা ভুলে যাওয়ার ভয়ে ব্রাউজারে সেভ করে রাখি।
অনেকেরই আবার একাধিক একাউন্ট থাকে। প্রতিটি একাউন্টের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড, প্রতিটি পাসওয়ার্ডকে শক্তিশালী করার জন্য বিশেষ অক্ষর ও নাম্বার ব্যবহার করতে হয়।
সবগুলো পাসওয়ার্ড তো আর মনে রাখা সম্ভব নয়। তাই কোথাও এগুলো সেভ করে রাখাটাকেই সহজ বলে মনে করেন কেউ কেউ। অনেকে আবার পাসওয়ার্ড ব্রাউজারে সেভ করে রাখেন। কিন্তু এটা মোটেও ভালো কোনো উপায় না।