সাবমেরিন টাইটান নিখোঁজ, ধংসের খবর তখনও মেলেনি - এমন সময়ে সবাই যখন তাদের জন্য প্রার্থনা করছেন, সেই সময়েই এক দল জুয়াড়ি লাখ লাখ ডলারের বাজি ধরেছেন। বিষয়, আরোহীরা জীবিত ফিরবেন কি না।
আর একে ডিজিটাল অর্থের নৈরাজ্যকর বা ডিস্টোপিয়ান ব্যবহার আখ্যা দিয়েছেন অনলাইন পর্যালোচকরা।
মার্কিন সংবাদ সাময়িকী ‘মাদার জোনস’-এর প্রতিবেদন অনুসারে, বুধবারের পর থেকে ক্রিপ্টো প্ল্যাটফর্ম ‘পলিমার্কেটে’ এই সাবমেরিনের ভাগ্য নিয়ে সব মিলিয়ে অন্তত তিন লাখ ডলারের বাজি চলেছে।
সাইটে থাকা বাজিকররা ক্রিপ্টো ব্যবহার করে ঘটনাটির ফলাফলের ভিত্তিতে বিভিন্ন শেয়ার বেচাকেনা করেছেন। আর সঠিক অনুমানের জন্য শেয়ারপ্রতি এক ডলার করে পেয়েছেন অংশগ্রহণকারীরা।
“এই বাজারে, সাবমেরিন উদ্ধারের প্রয়োজন না পড়লে বা শারীরিকভাবে পুনরুদ্ধার করা গেলে তা ‘খুঁজে পাওয়া গেছে’ হিসেবে বিবেচিত হবে।” --লেখা ছিল বাজির পেইজে।